ছাত্র- ছাত্রীদের করণীয়
১। শিক্ষক- শিক্ষিকাদের সালাম দিবে ও শ্রদ্ধা করবে।
২। নিয়মিত ইউনিফর্ম পরে স্কুলে আসতে হবে, তবে প্রতি বৃহস্পতিবার এবং নিজ নিজ জন্মদিনে ইচ্ছা অনুযায়ী অন্য পোশাকে স্কুলে উপস্থিত থাকা যাবে। তবে সেমিস্টার পরীক্ষায় অবশ্যই ইউনিফর্ম পরে আসতে হবে।
৩। প্রতিদিন অবশ্যই জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠে অংশ নিতে হবে। এ সময় কোন কথা বলা যাবে না।
৪। প্রত্যেক পিরিয়ড শেষে শিক্ষক পরিবর্তনের সময় আসন ছেড়ে বাইরে যাবে না।
৫। প্রত্যেক পিরিয়ড়ের পড়া ঠিকভাবে সম্পন্ন করার জন্য বই, খাতা, পেন্সিল/ কলম, রাবার, শার্পনার ইত্যাদি নিয়ে আসবে।
৬। শ্রেণি পরীক্ষার খাতা পাওয়ার ২ দিনের মধ্যে অভিভাবকের স্বাক্ষর নিয়ে জমা দিবে।
৭। শুধুমাত্র অসুস্থতা ও নিকট আত্মীয়ের দূর্ঘনার ক্ষেত্রে অনুপস্থিতির ছুটি মঞ্জুর করা হবে। ৭ দিনের বেশি অসুস্থ থাকলে ছুটির আবেদনের সাথে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে।
৮। না বলে অন্য কারো বই, খাতা, কলম বা অন্য কোন কিছু নিবে না। ভুলক্রমে অন্যের কোন কিছু ব্যাগের ভিতর চলে আসলে প্রকৃত শিক্ষার্থীকে ফেরত দিবে।
৯। ছুটির পর শৃঙ্খলার সাথে শ্রেণি কক্ষ থেকে বের হবে। কোন অবস্থাতেই শোরগোল ও তারাহুড়ো করবে না।
১০। বিদ্যালয়ের মোবাইল, ক্যামেরা, ছবি, কার্টুন, স্টিকার, সিডি/ ডিভিডি, ম্যাগাজিন, পোস্টার, বড় অংকের টাকা, ঔষধ (অনুমতি সাপেক্ষে আনা যাবে), দামি জিনিস-গয়না, ঘড়ি আনা নিষেধ।
১১। কোন করণে অগ্রিম ছুটির প্রয়োজন হলে অধ্যক্ষ বরাবর আবেদন করে ছুটি মঞ্জুর করে নিতে হবে।
১২। ড্রইং ক্লাসে অবশ্যই পেন্সিল, রং পেন্সিল, রাবার, শার্পনার ইত্যাদি সাথে রাখতে হবে। কোন ভাবেই অন্য ছাত্র- ছাত্রীর জিনিস ব্যবহার করা যাবে না।
১৩। নখ কেটে প্রতিদিন পরিস্কার- পরিচ্ছন্নভাবে স্কুলে উপস্থিত থাকতে হবে। ছেলেদের মাথার চুল ছোট রাখতে হবে। মেয়েরা অবশ্যই কালো ব্যান্ড দিয়ে দুই ঝুঁটি/ দুই বেণী করে স্কুলে আসবে।
১৪। চিপস, জুস অথবা যে কোন কোমল পানীয় টিফিন হিসেবে আনা যাবে না।
১৫। স্যুপ বা যে কোন তরল খাবার টিফিন হিসেবে আনা যাবে না।
১৬। অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে।
অভিভাবকদের একান্ত জ্ঞাতব্য ও করণীয়
১। ক্লাসে উপস্থিতি ৯৫% এবং প্রতি বিষয়ে ৪০% নম্বর না পেলে শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উর্ত্তীণ হবার অযোগ্য বলে বিবেচিত হবে এবং একই শ্রেণিতে ২ বারের বেশি অধ্যয়নের সুযোগ নেই।
২। বিদ্যালয়ের ভেতরে ও বাইরে বিদ্যালয়ের শৃঙ্খলা অনুসরণ করতে অভিভাবকগণ শিক্ষার্থীদেরকে উৎসাহিত করবেন।
৩। ডায়েরি হারানো গেলে এর উপযুক্ত কারণ জানিয়ে ১২০/= টাকা জমা দিয়ে বিদ্যালয় থেকে নতুন ডায়েরি সংগ্রহ করতে হবে।
৪। C.W , H.W খাতা এবং ডায়েরি নিয়মিত দেখবেন এবংস্বাক্ষর করবেন। শ্রেণি পরীক্ষার খাতা ২ দিনের মধ্যে স্বাক্ষর করে জমা দিবেন।
৫। বেতন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। পরবর্তীতে বেতন পরিশোধের সময় ১০ টাকা জরিমানা নেয়া হবে। পর পর দুই মাস বেতন পরিশোধ না করলে নাম কাটা যাবে এবং পুনরায় ভর্তি হতে হবে।
৬। শুধুমাত্র শিক্ষার্থীর অসুস্থতা ও নিকট আত্মীয়ের দূর্ঘটনার ক্ষেত্রে অনুপস্থিতির ছুটি মঞ্জুর করা হবে। ৭ দিনের বেশি অসুস্থ থাকলে ছুটির আবেদনের সাথে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে। পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন শিক্ষার্থী ১ মাস অনুপস্থিত থাকলে তাকে বিনা নোটিশে ছাত্রপত্র দেওয়া হবে।
৭। ডায়েরিতে শিক্ষক ছাড়া অন্য কারো মন্তব্য গ্রহণযোগ্য নয়।
৮। প্রতিদিন বাড়ির কাজ তদারকি করবেন।
৯। পরবর্তী শ্রেণিতে উর্ত্তীণের ব্যাপারে বিদ্যালয়ের সিদ্ধান্তই চুড়ান্ত। এ ক্ষেত্রে কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না।
১০। পিতা, মাতা বা নিবন্ধনকৃত অভিভাবক ছাড়া অন্য কেউ শিক্ষার্থী আনা নেয়া করতে পারবে না।
১১। শ্রেণি শিক্ষক বা বিষয়ভিত্তিক শিক্ষক এর সাথে সাক্ষাৎ করতে হলে নির্দিষ্ট সময় অনুযায়ী আসতে হবে।
১২। বিদ্যালয়ের যে কোন সিদ্ধান্ত অভিভাবককে মেনে নেয়ার মানসিকতা রাখতে হবে।
১৩। ক্লাস চলাকালীন সময় কোন ভাবেই শিক্ষক বা ছাত্র- ছাত্রীর সাথে কথা বলা যাবে না।
১৪। অভিভাবকদের বসার স্থানে যে সকল অভিভাবক অবস্থান করবেন তারা অনুগ্রহ করে যথা সম্ভব মৌনতা বজায় রাখবেন। এতে শিক্ষার্থীদের ক্লাসে মনযোগী হতে সুবিধা হবে।
১৫। অসুস্থতা ব্যতীত বা কোন রকম দূর্ঘটনা জনিত কারণ ব্যতীত স্কুল ছুটির নির্দিষ্ট সময়ের পূর্বে কোন প্রকার ছুটির আবেদন গ্রহণযোগ্য হবে না এবং পরবর্তী সময়ে এ ব্যাপারে কোন অভিযোগ গ্রহনযোগ্য হবে না।
Notice Board
Follow us @Facebook
Downloads